দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার মা, বিএনপি চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে। ওই দিন রাতে চট্টগ্রামে অবস্থান করতে পারেন তারেক রহমান।
এ তথ্যটি জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান দেশের এক গণমাধ্যমকে বলেন, ‘আগামী ১৮ জানুয়ারি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন।
কক্সবাজার এসে তিনি চকরিয়া যাবেন। সেখানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। এরপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সড়কপথে চট্টগ্রাম আসবেন। ওই দিন বিকেলে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।