MBN24 : ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরসহ দুই জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এদের মধ্যে মি. মোসাব্বির মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাত সাড়ে আটটার কিছু পরে বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, গুলিবিদ্ধ অবস্থায় আজিজুর রহমান মোসাব্বিরকে পান্থপথের একটি হাসপাতালে নেওয়া হয়।তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান।