
MBN24 :শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন রঘুরামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ রোববার সকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে ইকবাল হোসেনের পরিবারের সঙ্গে প্রতিবেশী সাদ্দাম হোসেনের কথা-কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত হয়। একপর্যায়ে সাদ্দাম ছুরি দিয়ে ইকবালের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইকবালকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি গনমাধ্যমকে বলেন, দুই পরিবারের ঝগড়ার জেরে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের বুকে একটি গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে