সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম খান,
ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক তৃতীয় মাত্রা,
সম্পাদক : ময়মনসিংহ বিডি নিউজ24 (অনলাইন)।
মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি স্তরে আমরা ছোট-বড় ভুল করি। কেউ ভুল করে অনুতপ্ত হয়, আবার কেউ তা উপেক্ষা করে এগিয়ে যায়। কিন্তু যারা নিজেদের ভুল স্বীকার করে তা থেকে শিক্ষা নেয়, তারাই প্রকৃত অর্থে সফলতার পথে এগিয়ে যায়।
ভুল করা অপরাধ নয়—বরং ভুল থেকেই জন্ম নেয় অভিজ্ঞতা। ইতিহাস সাক্ষী, পৃথিবীর বহু মহান ব্যক্তিত্ব বারবার ব্যর্থ হয়েছেন, ভুল করেছেন; কিন্তু সেই ভুলই তাদেরকে করেছে পরিপক্ক ও জ্ঞানী। যেমন, বিজ্ঞানী টমাস আলভা এডিসন অসংখ্যবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু প্রতিবারই তিনি বলেছিলেন, “আমি ব্যর্থ হইনি, বরং আমি ১০০০টি ভুল উপায় শিখেছি।”
ভুল স্বীকার সাহসের প্রতীক!
ভুল করলে অনেকে লজ্জা পায় বা অস্বীকার করে। অথচ ভুল স্বীকার করা দুর্বলতা নয়, এটি একজন মানুষের সততা ও সাহসের পরিচয়। নিজের ভুল বোঝার পর সংশোধনের চেষ্টা করলেই মানুষ প্রকৃত উন্নতির পথে এগোয়।
ভুল থেকে শিক্ষা নেওয়া জীবনের শিক্ষা ভুল একটি আয়না। এটি আমাদের দুর্বল দিকগুলো সামনে আনে। আমরা যদি সেই ভুলকে ভয় না পেয়ে তা বিশ্লেষণ করি, তাহলে ভবিষ্যতে আরও দৃঢ়ভাবে দাঁড়াতে পারব। ভুলের মধ্যেই লুকিয়ে থাকে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসের বীজ।
অন্যের ভুল ক্ষমা করাও মানবতার নিদর্শন
আমরা যেমন নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রত্যাশা করি, তেমনি অন্যের ভুল ক্ষমা করাও মহৎ গুণ। ক্ষমা করলে মন শান্ত থাকে, সম্পর্ক টিকে যায়, সমাজে সহমর্মিতা বাড়ে।
ভুল থেকে শেখা মানুষ কখনো ব্যর্থ হয় না।
ভুল মানুষকে জ্ঞান দেয়, ধৈর্য শেখায় এবং সাফল্যের পথে এগিয়ে দেয়।
তাই বলা যায় ভুল থেকে শিক্ষা গ্রহণই জীবনের উন্নতির মূল চাবিকাঠি।

