
MBN24 : ময়মনসিংহ প্রতিনিধি:
১৭ জানুয়ারি ২০২৬ইং ময়মনসিংহে ৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এবং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। এছাড়াও মো: সাইফুর রহমান, জেলা প্রশাসক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ আতাউল কিবরিয়াসহ এসময় ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলার জেলা প্রশাসকবৃন্দও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা – কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে ৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ ময়মনসিংহ স্ট্রেডিয়ামে শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী। ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড.মুহাম্মদ মফিজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ আতাউল কিবরিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার জেলা প্রশাসকগন এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক, এসিল্যান্ড,সহকারী কমিশনারবৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী বলেন খেলাধুলার মাধ্যমেই আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে উঠে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা ও জিলা স্কুলের সহকারী শিক্ষক মুর্তজা আলী। জাতীয় পতাকা উত্তোলন ও উদ্ধোধনী পর্ব শেষে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয় এবং খেলা শেষে অনুষ্ঠানের সভাপতি,প্রধান অতিথি,বিশেষ অতিথি ও অন্যন্য অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
