MBN24 :
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দুই দিনব্যাপী (৩-৪ জানুয়ারি ২০২৬) সিলেট জেলার সাংবাদিকদের জন্য “নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ” সিলেট প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান । বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিআইবি-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রশিক্ষণে সিলেট জেলার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
