ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার): আজ মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সময়ে পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ০৬টি গান দ্বারা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।
অতঃপর, মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে পুরাতন বিমান বন্দর এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেনা নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে ৫৪ জন ফ্রি ফলার ছত্রীসেনার অংশগ্রহণে মনোমুগ্ধকর প্যারাজাম্প অনুষ্ঠিত হয়। তারা ১০ হাজার ফুট উচ্চতায় বিমানবাহিনীর একটি সি ১৩০ পরিবহন বিমান থেকে জাতীয় পতাকাসহ প্যারাজাম্প করেন যা একটি নতুন বিশ্ব রেকর্ড। এর পাশাপাশি, তিন বাহিনীর বিভিন্ন উড়োজাহাজের সমন্বয়ে এয়ার শো প্রদর্শিত হয়। কয়েক হাজার মানুষ তা প্রত্যক্ষ করেন।
অপরাহ্নে মহামান্য রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সেনা নৌ ও বিমানবাহিনী প্রধানগণ অংশগ্রহণ করেন।
এছাড়াও, আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেনা নৌ ও বিমানবাহিনীর অর্কেস্ট্রা দলের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সেখানে সর্বসাধারণ তাদের পরিবেশনা উপভোগ করেন।


