
MBN24 : ময়মনসিংহ (৭ অক্টোবর,২০২৫)খ্রি;
দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫ সফল করার লক্ষ্যে ময়মনসিংহে জেলার সকল উপজেলার গার্ল গাইড ও স্কাউট প্রতিনিধিদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন ভিআইপি মিলনায়তনে ময়মনসিংহের ১৩ উপজেলা থেকে ২৬ জন, গার্ল গাইড ও ২৬ জন বয় স্কাউট নিয়ে ইউনিসেফে’র সহায়তায় জেলা তথ্য অফিস আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ এবং একবার টিকা গ্রহণ করলে শিশু পাঁচ বছর পর্যন্ত টাইফয়েড থেকে সুরক্ষিত থাকবে।
মহাপরিচালক ফায়জুল হক গার্ল গাইড ও স্কাউটদেরকে নিজ নিজ বিদ্যাপীঠ ও কমিউনিটিতে টিকা গ্রহণে উৎসাহ যোগাতে এবং নিবন্ধনে সর্বাত্মক সহায়তা করতে আহবান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই টিকাদান কর্মসূচিতে নিবেদিতভাবে কাজ করে গার্ল গাইড ও স্কাউটরা সমাজের প্রতি তাদের দায়িত্বপালনের স্বাক্ষর রাখবে। পাশাপাশি এই অবদানের জন্য তাদেরকে সনদ প্রদান করে স্বীকৃতি দানের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদেরকে পরামর্শ দেন মুফিদুল আলম।
ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদের সঞ্চালনায় কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আসাদুজ্জামান, সিনিয়র তথ্য অফিসার শেখ মো: শহীদুল ইসলাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউনিসেফ ফিল্ড অফিসপ্রধান মো: ওমর ফারুক, গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার নাছিমা আক্তার এবং বাংলাদেশ স্কাউটসের ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক অলক চক্রবর্ত্তী সম্পদ ব্যক্তি হিসেবে তাদের বক্তব্যে গার্ল গাইড ও স্কাউটদের টাইফয়েড টিকা বিষয়ে দিকনির্দেশনা দেন।
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ইউনিসেফ স্বাস্থ্য কর্মকর্তা ডা: আলমগীর হোসেন, জাতীয় ইপিআই বিশেষজ্ঞ ডা: তারিকুল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইল্যান্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা: গোলাম মুত্তাকীন তাদের অডিও-ভিজুয়াল উপস্থাপনায় টাউফয়েড রোগ থেকে সুরক্ষা এবং টিকা কর্মসূচিতে বিনামূল্যে টিকা পাওয়ার জন্য ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুর জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন পদ্ধতি সবিস্তারে তুলে ধরেন। আগামী ১২ অক্টোবর শুরু হতে চলা টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ময়মনসিংহ জেলায় ১৫ লক্ষাধিক শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে বক্তারা জানান, প্রতিবছর দেশে গড়ে তিন লাখ শিশু টাইফয়েডে আক্রান্ত হয়, প্রায় ৬ হাজার শিশুর মৃত্যু ঘটে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে টাইফয়েড আক্রান্তের হার সবচেয়ে বেশি।