
স্টাফ রিপোর্টার,MBN24:
বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত তহবিলে এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ/নন-পুলিশ সদস্যদের নিকট হতে বছরে দুই বার চাঁদা কর্তন করা হয়। এ তহবিল হতে কেবল এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ/নন-পুলিশ সদস্য চাকুরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের দুই বছর পর্যন্ত দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ এককালীন ২৫ হাজার টাকা ও মৃত্যুবরণ অথবা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এককালীন ১০ হাজার টাকাসহ প্রতিমাসে ১৫০০ টাকা করে ১৫ বছর পর্যন্ত কল্যাণ ভাতা সুবিধা পেয়ে থাকেন। এছাড়া বিশেষ ও ব্যয়বহুল, গুরুতর এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে আর্থিক অনুদান প্রাপ্ত হন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের কেন্দ্রীয় ব্যবস্থাপনা বোর্ডের ২০২৫ সালের ৭ম সভায় (আগস্ট/২৫) বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে এসআই হতে তদনিম্ন ৩৬২ জনের অনুকূলে সর্বমোট ১,৪৪,৪৫,৫০০ (এক কোটি চুয়াল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা আর্থিক অনুদান মঞ্জুর করা হয়। পাশাপাশি বাংলাদেশ পুলিশ কর্মচারী নিরাপত্তা প্রকল্প (পনপ) পরিচালনা পরিষদের ২০২৫ সালের ৫ম সভায় ৪৮ জন বিভিন্ন পদবীর মৃত সদস্যদের পরিবারের অনুকূলে এককালীন মোট ২৮,৩৫,৯০০ (আটাশ লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শত) টাকা অনুদান প্রদান করা হয়।