
ময়মনসিংহ প্রতিনিধি,MBN24:
গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই শিশু সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) নেতৃবৃন্দ। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানিয়েছেন, ওইদিন বিকেলে শহীদ সাংবাদিক তুহিনের ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের নিজ বাড়িতে তার কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতসহ তবারক বিতরণ করা হয়। মরহুম সাংবাদিকের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর নিহত তুহিনের দুই শিশু সন্তানের পড়াশোনার দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়েছেন। এছাড়া, তুহিন হত্যা মামলাটি সংগঠনের পক্ষ থেকে বিনাখরচে পরিচালনার আশ্বাসও দিয়েছেন। দিনব্যাপী গাজীপুর চৌরাস্তা, শ্রীপুরের মাওনা, ভালুকার সিডস্টোর, ত্রিশালে পথসভায় বক্তব্যকালে আহমেদ আবু জাফর বলেন, সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের মধ্যে পলাতক অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক আগামী ৯০ দিনের মধ্যে এ হত্যা মামলার বিচারকার্য সম্পন্ন করতে হবে। পাশাপাশি সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থলকে “সাংবাদিক তুহিন চত্বর” বাস্তবায়ন করতে রাষ্ট্রের কাছে আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে অনুষ্ঠিত পথসভা শেষে তুহিনের বাড়িতে তার কবর জিয়ারত, দোয়া-মোনাজাত সম্পন্ন করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর তুহিনের বাবা-মা এবং স্ত্রীর খোঁজখবর নিয়ে দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেন।
এ সময় গাজীপুরের গাছা, বাসন, জয়দেবপুর, কাশিমপুর, কোনাবাড়ী, টঙ্গী, শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ সদর, গৌরীপুর, ফুলপুর, নকলা, ফুলবাড়িয়ার সাংবাদিক জহিরুল ইসলাম খাঁন এর নেতৃত্বে কয়েকশ’ সংবাদকর্মীসহ তুহিনের গ্রামের বাড়ি ভাটিপাড়ার কয়েকশ’ লোক পথসভা ও দোয়ায় অংশগ্রহণ করেন। এর আগে বিএমএসএফ’র নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে গাজীপুরের জয়দেবপুর চান্দনা চৌরাস্তাকে “শহীদ সাংবাদিক তুহিন চত্বর” ঘোষণা করে শ্রীপুরের মাওনা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশালের পথসভায় যোগদান করেন।