
MBN24: ঈদুল আজহা ২০২৫ এর দ্বিতীয় দিন ঈদ পূনর্মিলনী উপলক্ষে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় “ফুলবাড়ীয়া একতা শক্তি যুব সংঘ”এর উদ্যোগে রবিবার, বিকালে ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত, বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ খন্দকার লুৎফর রহমান মাষ্টার।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (অবঃ) বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ সাইফুল ইসলাম বাদল সাহেব।
পূনর্মিলনী অনুষ্ঠানে শুরুতেই অতিথি বৃন্দগণের আসনগ্রহন,পরে ঈদ পূনর্মিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্ভোদন করা হয়। এসময় উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম সম্মন্ধে অবগত হয়ে সংগঠনের সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান,খেলা-ধুলা সহ বিভিন্ন সামাজিক’উন্নয়ন সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। প্রীতি ম্যাচে ১-০ গোলে চ্যাম্পিয়ন দল অবিবাহিতদের হাতে পুরস্কার ৪৩” স্মার্ট এলইডি টিভি ও রানার্স আপ দল বিবাহিতদের একটি আকর্ষনীয় ল্যাপটপ তুলে দেন উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দগণ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সদস্য সচিব (ময়মনসিংহ) আল-নূর মোহাম্মদ আয়াস, তার বক্তব্যে “ফুলবাড়ীয়া একতা শক্তি যুব সংঘ” অরাজনৈতিক সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসার জন্য সংগঠনের কার্যক্রমকে মহৎকর্ম হিসেবে আক্ষায়িত করে সংগঠনের সদস্যবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, সকল মহৎ উদ্যোগ বাস্তবায়নে সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সেই সাথে তিনি প্রশাসন এর সদয় সু দৃষ্টি দেওয়াসহ “ফুলবাড়ীয়া একতা শক্তি যুব সংঘ” সংগঠন এর পাশে থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় দায়িত্ব প্রাপ্ত সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফুলবাড়ীয়া একতা শক্তি যুব সংঘের সকল মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। ঈদুল আজহা ২০২৫ এর দ্বিতীয় দিন ‘ঈদ পূনর্মিলনী’ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচসহ একটি প্রানবন্ত চমৎকার অনুষ্ঠান সুন্দর ভাবে বাস্তবায়ন করতে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দসহ খেলার প্রাণ দর্শকবৃন্দগণের প্রতিবিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন “ফুলবাড়ীয়া একতা শক্তি যুব সংঘ”এর (প্রতিষ্ঠাতা) সভাপতি মোঃ খাইরুল ইসলাম খান,(প্রতিষ্ঠাতা)সাধারণ সম্পাদক মোঃ মোর্শেন খান, অর্থ সম্পাদক: মিনহাজ ইসলাম নিশাদ , দপ্তর সম্পাদক: মুবিন নূর তানভীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: শাহরিয়ার কবির শান্ত, পরিবেশ বিষয়ক সম্পাদক: রাকিবুল ইসলাম রাকিব, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক : মোঃ জহিরুল ইসলাম খাঁনসহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যগণ।