
MBN24 :
পবিত্র ঈদুল আজহা২০২৫ উপলক্ষে ফুলবাড়ীয়া একতা শক্তি যুব সংঘের উদ্যোগে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহারসামগ্রীর মধ্যে ছিল চিনিগুড়া চাল, তেল, চিনি, সেমাই, নুডলস, দুধ, রেডিমিক্স মসলা ও সাবান। এছাড়া, এতিম শিশুদের জন্য বিশেষভাবে শপিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ খানের নেতৃত্বে এ আয়োজন সম্পন্ন হয়। এছাড়া, কার্যকরী পরিষদের সদস্য মিনহাজ ইসলাম নিশাদ, শাহরিয়ার কবির শান্ত, রাকিবুল ইসলাম রাকিব, আশরাফুলসহ অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ এ মহতী উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত থেকে এ মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তারা প্রতি বছর এ ধরনের কার্যক্রম পরিচালনা করেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সুবিধাভোগীরা ঈদের আগে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।