
MBN24 :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজার এলাকার একটি দীর্ঘদিনের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ব্রীজের ওপর দিয়ে গভীর রাতে অবৈধভাবে মাটি বহন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, লালু সাহেবের ইটভাটায় সিদ্দিক এর নেতৃত্বে প্রতিরাতে মাটি বিক্রির উদ্দেশ্যে ভারী ট্রলি চলাচলের ফলে ব্রীজটি চরম ঝুঁকির মুখে পড়েছে। এছাড়া শিবপুর এলাকায় মাত্র এক মাস আগে সরকারি বরাদ্দে নির্মিত নতুন সলিং রাস্তা বর্তমানে প্রায় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ইটভাটার মাটি বহনকারী ভারী যানবাহনের অবাধ চলাচলের কারণে রাস্তার সলিং উঠে গিয়ে অস্তিত্ব বিলীন হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ মাটি পরিবহন বন্ধ, ঝুঁকিপূর্ণ ব্রীজ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত সলিং রাস্তা পুনর্নির্মাণের জোর দাবি জানিয়েছেন।