
MBN24 :
৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে কুমিল্লা এরিয়ায় সফলভাবে মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন: চিকিৎসা পেলেন ৮,৬৯২ জন
ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার): বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে গত ০৬ জানুয়ারি ২০২৬ হতে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কুমিল্লা এরিয়ার লাকসাম, রামগঞ্জ, চৌমুহনী, সোনাগাজী, হাজীগঞ্জ এবং নবীনগর এলাকায় মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে আয়োজন ও সম্পন্ন করা হয়েছে। এই মেডিকেল ক্যাম্পেইনে মোট ৮,৬৯২ জন রোগী চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ঔষধপত্র গ্রহণ করেন, যার মধ্যে পুরুষ ২,৩৯৬ জন, নারী ৩৯৬৬ জন এবং শিশু ২৩৩০ জন। পাশাপাশি স্থানীয় অ্যানেস্থেশিয়ার মাধ্যমে ২১টি সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশমাতৃকার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত।