
MBN24 :
ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৬ (শুক্রবার): গতকাল (১৫ জানুয়ারী ২০২৬) রাত আনুমানিক ১১ টায় রাজধানীর কাফরুল থানার এসওএস হারম্যান মেইনার কলেজ এলাকায় সেনাবাহিনী নেতৃত্বে একটি যৌথ অভিযানে মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৭) নামক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গোলাবারুদ এবং অবৈধ ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।
সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।