
MBN24 :
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ময়মনসিংহ জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তন এ সমাপনী দিনের (১৪ জানুয়ারি, ২০২৬) অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষনের রিসোর্স পারসন ও জ্যেষ্ঠ সাংবাদিক খাজা মাঈন উদ্দিন ও ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার পেশাদার ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন ও জেলা প্রশাসকের কাছে পিআইবির নির্বাচন প্রতিবেদন নির্দেশিকা বই হস্তান্তর করা হয়।
