
![]()
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ১১ জানুয়ারি ২০২৬ইং
বাংলাদেশ প্রেসক্লাব ত্রিশাল উপজেলা শাখা(ময়মনসিংহ)-এর এক সফল সম্মেলন আজ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান সহ ময়মনসিংহ বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ফারুক-কে সভাপতি এবং সোহেল রানা-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও শক্তিশালীকরণে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানার ময়মনসিংহ শহরের নিজস্ব অফিসে বিনাভাড়ায় বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলা শাখার অস্থায়ী কার্যালয় ঘোষণা করা হয়।
এছাড়া আগামী দিনে ভালুকা উপজেলা ও পাগলা থানায় পরবর্তী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্মেলনে আরও জানানো হয়, ময়মনসিংহ বিভাগের সকল জেলা, উপজেলা, মহানগর ও থানা শাখার দায়িত্ববানদের অংশগ্রহণে আগামী ৩১ জানুয়ারি ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কে এক বিভাগীয় পিকনিকের আয়োজন করা হয়েছে। উক্ত পিকনিকে অংশগ্রহণের জন্য জনপ্রতি ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
বক্তারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মান উন্নয়ন এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে।