DESK News,MBN24: ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বনভূমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। জানা যায়, এলাকার প্রভাবশালী ভূমিদস্যু বাউন্ডারি শহিদ দীর্ঘদিন ধরে বনভূমি দখল করে আসছে। সরকারি বনের বিশাল অংশ দখল করে তিনি গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা-বাণিজ্য ও বিলাসবহুল স্থাপনা। স্থানীয় সূত্রে জানা যায়, বাউন্ডারি শহিদ এখন বিপুল সম্পদের মালিক। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনিক কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। ফলে সরকারি বনভূমি হুমকির মুখে পড়েছে এবং পরিবেশের উপর তৈরি হচ্ছে মারাত্মক প্রভাব। এ বিষয়ে স্থানীয় বন বিভাগের বিট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা অসহায়ত্বের কথা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,“প্রভাবশালী মহলের চাপে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি না। সরকারি বন রক্ষায় আমাদের প্রচেষ্টা থাকলেও বাস্তবে তা কার্যকর করা যাচ্ছে না।”এদিকে স্থানীয় সচেতন মহল ও মানবাধিকার কর্মীরা অবিলম্বে সরকারি বনভূমি উদ্ধারের জন্য প্রশাসনের সদয় সু দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দাবি জানিয়েছেন বনভূমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সরকারি সম্পদ রক্ষা করতে হবে।