
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম ফরাজি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকজন নারীর সঙ্গে নাচানাচি করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহলেও নিন্দার ঝড় বইছে। অনেকেই বলছেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ শোভা পায় না।
তবে ইউপি সদস্য সাইফুল ইসলাম ফরাজি বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেননি। তাঁর কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।