
MBN24 বাংলাদেশ সরকারের রেজিস্টার্ড, দেশব্যাপী সাত শতাধিক শাখা কমিটি নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব এর ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সাংবাদিক মীর মোঃ খালেদ হাসান এর প্রস্তাবনায় ফুলবাড়িয়া উপজেলায় সংগঠনটির শাখা কমিটি গঠনের লক্ষ্যে জাতীয় দৈনিক বর্তমান ও তৃতীয় মাত্রা’র ময়মনসিংহ প্রতিনিধি সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম খাঁন কে ফুলবাড়ীয়া উপজেলা শাখার আহবায়ক ও উদ্যোক্তা হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান বাংলাদেশ প্রেস ক্লাব এর ভেরিফাই করা ফেইসবুক একাউন্টে পোস্টে এক ঘোষণায় জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় শীঘ্রই আনুষ্ঠানিক সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে ফুলবাড়িয়ায় সাংবাদিকদের অধিকার, ন্যায্যতা এবং পেশাগত স্বার্থ সংরক্ষণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।ফুলবাড়ীয়া উপজেলার অধিকাংশ সাংবাদিকগণ ও গণমাধ্যম সংশ্লিষ্ট সকলেই সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম খাঁন এই মহৎ দায়িত্ব ও মর্যাদাপূর্ণ পদে মনোনীত হওয়ায় আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম খাঁন সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।