Mymensingh Bd News24:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বাক্তা কুমারচালা ‘ফুরকানিয়া মাদ্রাসা’র রেজিষ্ট্রিকৃত জমিসহ তথ্য ও ঘর দেখিয়ে অবৈধ ভাবে জাতীকরণেরর নামে বাক্তা কুমারচালা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’র রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার স্বতন্ত্র মাদ্রাসার তালিকায় ৬৪ নম্বর কুমারচালা স্বতন্ত্র মাদ্রাসার জমি,ভবন কোন কিছুই নাই এবং কি কোনো শিক্ষার্থীও। জানাগেছে চলমান ‘বাক্তা কুমারচালা ফুরকানিয়া মাদ্রাসা’র জমিসহ ঘর দেখিয়ে, জমিদাতা এবং কমিটির সাথে আলোচনা না করে অবৈধ ভাবে বাক্তা কুমারচালা স্বতন্ত্র মাদ্রাসার আবেদন করা হয়েছে এবং এমপিও করার জন্য চেষ্টা চালাচ্ছে স্থানীয় দালালরা। এই বিষয়ে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহি অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বাক্তা কুমারচালা ফুরকানিয়া মাদ্রাসার সভাপতি মোঃ জালাল উদ্দীন খাঁন সাহেব বলেন, ২০০১ সালে জমিদাতাগণ ‘সরকার’ বাক্তা কুমারচালা ফুরকানিয়া মাদ্রাসার নামে ২৮ শতাংশ জমি রেজিস্ট্রি করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়ছে, এবং বর্তমানেও সক্রিয় আছে,এমতাবস্থায় স্থানীয় রফিকুল ইসলাম নামে একজনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, পরে সে মাদ্রাসার উন্নয়নের কথা বলে জমিদাতা হাজী হাফিজ উদ্দিন খান সাহেব এর ফুরকানিয়া মাদ্রাসার দলিল হাতিয়ে নিয়ে, কমিটির সাথে কোন আলোচনা না করে অবৈধ ভাবে ‘বাক্তা কুমারচালা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’র আবেদন করার কথা জানতে পাওয়া যায়, পরবর্তীতে জরুরি সভা আহ্বান করে সর্ব সম্মতিতে মোঃ রফিকুল ইসলামকে সভাপতির পদ থেকে বাদ দেওয়া হয়,ও বাক্তা কুমারচালা ফুরকানিয়া মাদ্রাসার জমিসহ তথ্য, ঘর দেখিয়ে অন্য কোন প্রতিষ্ঠানের আবেদন করার জন্য নিষেধ করা হয়। পরে বাক্তা কুমারচালা ফুরকানিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে আর বর্তমান কমিটির সভাপতি পদে আমাকে দেওয়া হয়। তিনি বলেন আমাার বাবাসহ কয়েকজন হাজী সাহেব জমি দিয়ে মাদ্রাসাটি স্থাপন করে গিয়েছেন, তাদের স্বপ্ন বাক্তা কুমারচালা ফুরকানিয়া মাদ্রাসাটি একদিন হাফেজিয়া এতিমখানা হিসেবে প্রতিষ্ঠিত হবে। বর্তমান কমিটি মুরব্বিদের স্বপ্ন পূরণের লক্ষে কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় সরকারের কাছে সহযোগিতা আশা করেছেন।