
মোঃ শরিফুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি : আজ ১৯ জানুয়ারি, ২০২৬ আসন্ন গণভোটের ব্যাপক প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী রীয়াজ, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা)। তিনি তাঁর বক্তব্যে আসন্ন গণভোট ও নির্বাচনকে ঘিরে নাগরিকদের সচেতনতা এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ বশিরউদ্দীন, মাননীয় উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জনাব মনির হায়দার, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) (সিনিয়র সচিব পদমর্যাদা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জনাব ফারাহ শাম্মী, এনডিসি। ময়মনসিংহের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম (টাউন হল)-এ আয়োজিত এই সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
